১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাকা নৃত্যে প্রতিবাদ: নিউজিল্যান্ডে তিন মাওরি এমপিকে বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি:

নিউজিল্যান্ডের পার্লামেন্টে ঐতিহ্যবাহী মাওরি হাকা নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে বিশ্বজুড়ে আলোচিত হয়েছেন বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ক। তার সঙ্গে ছিলেন দলটির দুই সহ-নেতা রাওইরি ওয়াইতিতি ও ডেবি এনগারেওয়া-প্যাকার। এ প্রতিবাদের জেরে তিনজনকেই সংসদীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খবর দিয়েছে আল-জাজিরা ও বিবিসি।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, হানা মাইপি ক্লার্ককে সাত দিনের জন্য এবং দুই সহ-নেতাকে ২১ দিনের জন্য সংসদ কার্যক্রমে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। এটি নিউজিল্যান্ডের সংসদীয় ইতিহাসে কোনো সাংসদের ওপর সর্বোচ্চ বরখাস্তের রেকর্ড।

প্রসঙ্গত, ব্রিটিশ রাজ এবং মাওরি জনগোষ্ঠীর মধ্যে ১৮৪০ সালের ‘ত্রিটি অব ওয়াইটাঙ্গি’ পুনঃব্যাখ্যা করার একটি বিতর্কিত বিল সংসদে উত্থাপন করা হলে—বিরোধ জানিয়ে তিন এমপি হাকা নৃত্যের মাধ্যমে প্রতিবাদ করেন। বিলটি ‘ট্রিটি প্রিন্সিপালস’ নামে পরিচিত এবং দেশজুড়ে ব্যাপক অসন্তোষের জন্ম দিয়েছিল। গত নভেম্বরেই বিলের বিরুদ্ধে পার্লামেন্ট ভবনের বাইরে প্রায় ৪০ হাজার মানুষ বিক্ষোভ করেন। শেষ পর্যন্ত সরকার ওই বিল প্রত্যাহার করে।

তবে সাংসদদের এই প্রতীকী প্রতিবাদ নিয়ে সংসদে বিতর্কের সৃষ্টি হয়। সংসদের একটি কমিটি জানায়, হাকা করার ফলে কিছু সময় কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল এবং এটি অন্যান্য সদস্যদের অস্বস্তিতে ফেলতে পারে। তবে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন স্পষ্ট করে বলেন, “এই শাস্তি হাকা নাচের বিরুদ্ধে নয়, বরং সংসদের বিধিনিষেধ লঙ্ঘনের কারণে।”

বরখাস্ত হওয়া মাইপি ক্লার্ক আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা কি এতটাই উচ্চকণ্ঠ যে আমাদের শাস্তি পেতে হয়?” অন্যদিকে ডেবি এনগারেওয়া-প্যাকার অভিযোগ করে বলেন, “আমাদের মাওরি পরিচয়ের কারণেই এই শাস্তি দেওয়া হয়েছে। আমরা আমাদের জনগণের অধিকার ও আকাঙ্ক্ষাকেই প্রতিনিধিত্ব করি।”

এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তে-পাতি মাওরি পার্টিকে ‘চরমপন্থী’ দল বলায় সমালোচনার মুখে পড়েছেন এবং তাকে ক্ষমা চাইতে বলা হয়।

বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও, বিলটি বাতিল হওয়ায় মাওরি জনগণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top