৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় সেনাবাহিনীর ঈদ উপহার পেল ১৫০ অসহায় পরিবার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় ও দুস্থ ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) সকালে দীঘিনালা জোনের উদ্যোগে কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি। এছাড়া জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদি হাসান, পিএসসি এবং ক্যাপ্টেন আবু রায়হানও উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মুখে ঈদের হাসি ফোটাতেই এই আয়োজন করে সেনাবাহিনী।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে আছে। পাহাড়ের শান্তি ও উন্নয়নের পাশাপাশি আমরা মানবিক কার্যক্রমেও সমান গুরুত্ব দিচ্ছি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা।” স্থানীয়রা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ জানান দীঘিনালা জোনকে।

উল্লেখ্য, দীঘিনালায় দীর্ঘদিন ধরেই সেনাবাহিনী স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top