১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল বাঘেরি নিহত, প্রাণ গেল আরও শীর্ষ বিজ্ঞানী ও কর্মকর্তাদের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। শুক্রবার (১৩ জুন) প্রকাশিত এই তথ্যের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

জেনারেল বাঘেরি ছিলেন ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) একজন সাবেক শীর্ষ কমান্ডার। হামলায় তার মৃত্যু ইরান সামরিক বাহিনীর জন্য একটি বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিন ইসরায়েল একযোগে ইরানের একাধিক স্থানে বোমা হামলা চালায়। হামলায় প্রাণ হারান আইআরজিসির প্রধান হোসেইন সালামিও। একইসঙ্গে নিহত হন পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসি এবং বিশিষ্ট বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, রাজধানী তেহরানে একটি আবাসিক ভবনে চালানো হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষও নিহত হয়েছেন।

ইসরায়েল বলেছে, তাদের এই হামলার লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ‘রাইজিং লায়ন’ নামের এই অভিযানে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে।

এই হামলার পর ইরানজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলার আশঙ্কায় সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কা বাড়ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top