৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘সংখ্যালঘু নির্যাতন’ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা ভুয়া প্রমাণিত: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

নিজস্ব প্রতিনিধি:

ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশবিরোধী ‘সংখ্যালঘু নির্যাতনের’ প্রচারণা মিথ্যা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, বাংলাদেশ সরকার, স্বাধীন গণমাধ্যমকর্মী এবং ফ্যাক্ট-চেকাররা প্রকৃত তথ্য তুলে ধরায় এই প্রোপাগান্ডার মূলোৎপাটন সম্ভব হয়েছে।

শুক্রবার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে ভারতীয় গণমাধ্যমের ভুল তথ্যভিত্তিক প্রচার নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র শেয়ার করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে শুরু হয় ভয়ংকর প্রোপাগান্ডা। বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে। অথচ বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি, বরং বাংলাদেশ সরকার, ফ্যাক্ট-চেকার ও গণমাধ্যম কর্মীরা প্রমাণ করেছে—এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছিল।”

তিনি জানান, প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন দীপক কুমার গোস্বামী এবং শাহরিয়ার সজীব, যেখানে তুলে ধরা হয়েছে সংখ্যালঘুদের বাস্তব অভিজ্ঞতা এবং সেই সময়কার সঠিক চিত্র।

আসিফ মাহমুদ আরও লেখেন, “বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। শেখ হাসিনার সরকারের পতনও ঘটেছিল সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষরাও ছিলেন।”

ফেসবুক পোস্টটিতে তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং সত্য যাচাই করে তথ্য গ্রহণ করার পরামর্শ দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top