আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের রাজধানী তেলআবিব এবং ফিলিস্তিন অধিকৃত জেরুজালেমে শনিবার (১৪ জুন) মধ্যরাতে প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর দু’টি। ইরান ফের ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
এই হামলার পর ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জনগণকে আশ্রয়কেন্দ্রে ঢুকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার আহ্বান জানানো হয়েছে।
রয়টার্স প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তেলআবিবে মিসাইল সদৃশ একটি বস্তুর আঘাতে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ছে। ইরানের পক্ষ থেকে চালানো সর্বশেষ এই হামলার সময় ছিল রাত ১টা ৩০ মিনিট।
এদিকে নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, ইসরাইল এখন পাল্টা হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে।
খবরে আরও বলা হয়, ইরানের রাজধানী তেহরানের কড়া নিরাপত্তাবেষ্টিত পাস্তুর এলাকায় প্রেসিডেন্ট ও সুপ্রিম নেতা থাকেন। সেখানে ইসরাইলি হামলা ঠেকাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগতভাবে প্রতিরোধমূলক মিসাইল ছুড়ে যাচ্ছে।
সেখানে বসবাসরত স্থানীয় বাসিন্দারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ওই এলাকাজুড়ে থেমে থেমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে, যাতে কোনো ইসরাইলি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্রতর আকার ধারণ করেছে, যা ইরান-ইসরাইল দ্বন্দ্বকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।