৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধর্মান্তরের প্রতিশ্রুতি, প্রেমের ফাঁদ-বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন ৩২ বছর বয়সী এক মুসলিম নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার ধুবিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (১৪ জুন) সকাল থেকে শ্যামেরঘন গ্রামের বাসিন্দা দীনেশচন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্রের বাড়িতে অবস্থান করছেন ওই নারী।

তার নাম তানজিলা আক্তার, বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানায়। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় উজ্জ্বল চন্দ্রের সঙ্গে তার পরিচয় হয় বলে জানান তানজিলা।ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে উজ্জ্বল তাকে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ের প্রতিশ্রুতি দেন। দুই বছর ধরে নানা সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন তানজিলা।

এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন দেখিয়ে উজ্জ্বল তার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ তার।তানজিলা আরও বলেন, ‘সম্প্রতি বিয়ের কথা বললে উজ্জ্বল তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণা ও অবহেলার শিকার হয়ে আমি বাধ্য হয়ে তার বাড়িতে এসে অনশন শুরু করেছি।’তবে উজ্জ্বল চন্দ্র প্রেমের সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, ‘ওই নারীর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না।’এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘এ নিয়ে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top