নিজস্ব প্রতিনিধি:
মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা প্রায় ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন দাখিল করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যাংক থেকে বেনামি ও বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল সম্পদ গড়েছেন। বর্তমানে তারা এসব স্থাবর সম্পদ হস্তান্তর বা গোপন করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ করা প্রয়োজন, নইলে ভবিষ্যতে তা উদ্ধার কঠিন হয়ে পড়বে।
এর আগে গত ৭ অক্টোবর এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন ও পরিবারের ১২ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ১৬ জানুয়ারি তাদের নামে থাকা প্রায় ৩ হাজার ৫৬৪ কোটি টাকার শেয়ারও অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।