১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মধ্যপ্রাচ্যে হামলার আশঙ্কায় কাতারসহ চার দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ, বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত এবং বাহরাইন তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে এসব দেশে চলাচলকারী সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

রবিবার (২৩ জুন) রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরপরই চারটি দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই সিদ্ধান্ত জানায়। বিবৃতিতে বলা হয়, নাগরিক ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আপাতত দেশগুলোতে আগমন ও বহির্গমন—উভয় ধরনের ফ্লাইট স্থগিত থাকবে, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার দিবাগত রাতেই ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানায়, পরিস্থিতির আপডেট পাওয়ার পর যাত্রীদের নিয়মিতভাবে জানিয়ে দেওয়া হবে।

এই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও মানামাগামী যাত্রীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ারসহ একাধিক এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

এয়ারপোর্ট কর্তৃপক্ষ যাত্রীদেরকে অনুরোধ করেছে, নির্ধারিত যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top