১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

ইরানে সরকার উৎখাতে আগ্রহ নেই: ট্রাম্পের পরস্পরবিরোধী বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, তিনি ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার উৎখাতে আগ্রহী নন, কারণ এটি দেশটিতে আরও অস্থিরতা ডেকে আনতে পারে। সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

তবে তার এই বক্তব্য আগের এক সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে সাংঘর্ষিক। গত রোববার নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, “সরকার উৎখাত” শব্দটি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়—তবুও যদি ইরানি সরকার ইরানকে আবার ‘মহান’ করে তুলতে ব্যর্থ হয়, তবে সরকার পরিবর্তন কেন নয়?

এ বিষয়ে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ব্যাখ্যা দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মূলত একটি রাজনৈতিক প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, যদি ইরানি শাসকগোষ্ঠী শান্তিপূর্ণ আলোচনায় অংশ না নেয়, তাহলে কেন জনগণ এই দমনমূলক শাসনের বিরুদ্ধে অবস্থান নেবে না?

তিনি আরও বলেন, ট্রাম্পের বক্তব্য নীতিগত কোনো ঘোষণা নয়, বরং একটি মতামতমূলক পর্যবেক্ষণ। পাশাপাশি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

আল–জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেও যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত সরাসরি সরকার পরিবর্তনের কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top