২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজার খান ইউনিসে হামাসের অতর্কিত হামলায় ইসরাইলের ৫ সেনা নিহত, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে হামাসের একটি অভিযানে ইসরাইলি বাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন সেনা, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ জুন) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকেল। সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস একাধিক দলে ভাগ হয়ে এ অভিযান চালায়।

প্রথমে একটি সেনা টহল দলের ওপর হামলা চালানো হয়। এরপর আহত সেনাদের উদ্ধারে আসা আরেকটি ইসরাইলি দলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালায় হামাস। এতে একটি সাঁজোয়া যানসহ কয়েকটি সামরিক গাড়িতে আগুন ধরে যায়।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার সময় কয়েকজন সেনা নিখোঁজ হন। হামলার পরপরই খান ইউনিসের ওই এলাকায় ইসরাইলি বাহিনী ব্যাপক পাল্টা অভিযান চালায়। মূলত আহত সেনাদের দ্রুত উদ্ধার করতেই ইসরাইল হামলার মাত্রা বাড়ায়।

আহত সেনাদের হেলিকপ্টারে করে তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সংঘর্ষ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top