১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী মেয়াদসীমা ১০ বছরে সীমাবদ্ধ রাখার পক্ষে বিএনপি, এনসিসি গঠনে আপত্তি

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণের প্রস্তাবে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২৪ জুন) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠকসূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয় যে একজন ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে না পারেন। অর্থাৎ, কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর বা দুই পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন। সংবিধানে এ বিধান অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয় বিএনপির নীতিনির্ধারণী মহল।

তবে সংবিধান সংশোধনের আলোচনায় প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করেছে। দলটির মতে, এ ধরনের প্রতিষ্ঠান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং কার্যকর গণতন্ত্রের পথে প্রতিবন্ধক।

বৈঠকে আরও কিছু বিষয়ে দলের সম্মতির কথাও জানানো হয়। নারীদের জন্য জাতীয় সংসদে ১০০টি সংরক্ষিত আসন বরাদ্দ এবং সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে বিএনপি ইতোমধ্যে একমত হয়েছে। প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য সংখ্যা হতে পারে ১০০ জন।

এছাড়া প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ‘জ্যেষ্ঠতম দুই বিচারকের মধ্যে যেকোনো একজনকে নির্বাচন’ করার প্রস্তাবেও বিএনপি একমত পোষণ করেছে।

সংবিধান সংস্কার এবং রাজনৈতিক ঐকমত্য গঠনের লক্ষ্যে চলমান আলোচনার অংশ হিসেবেই এসব প্রস্তাব নিয়ে দলীয় পর্যায়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি, জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top