১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

সরকার তিনটি নতুন জাতীয় দিবস ঘোষণা করলো : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

নিজস্ব প্রতিনিধি:

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পরিপত্র জারি করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী:

  • ৫ আগস্ট (শেখ হাসিনা সরকারের পতনের দিন) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত

  • ৮ আগস্ট (অন্তর্বর্তী সরকার গঠনের দিন) ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে

  • ১৬ জুলাই (রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদ নিহত হওয়ার দিন) ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ‘খ’ শ্রেণিভুক্ত

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগকে এসব দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তগুলোকে জাতীয় পর্যায়ে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top