নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার (১ জুলাই) নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, গত ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।
নির্বাচন ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাঁকে জানিয়েছি, কমিশন পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।”
তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। তারিখ চূড়ান্ত হলে তা নির্বাচন কমিশনই আনুষ্ঠানিকভাবে জানাবে।”
প্রসঙ্গত, গত কয়েকদিনে লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন।
সিইসি নাসির উদ্দিন জানান, প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আন্তরিক। নির্বাচন কমিশনও সে লক্ষ্যে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ও সিইসির এ বৈঠকের এজেন্ডা প্রকাশের দাবি জানিয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে।