১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাতীয় মসজিদে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নিজস্ব প্রতিনিধি:

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ দোয়া অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, দিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশন দেশের সকল মসজিদে এ ধরনের দোয়া অনুষ্ঠানের জন্য ইমাম ও খতিবদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছিল। গত বছরের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এ সময়ে শতাধিক মানুষ প্রাণ হারান বলে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top