৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইরানে অভিযান: মোসাদের ৫০ এজেন্ট আটক, নিহত ২ জন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ৫০ জনের বেশি এজেন্ট আটক হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইরানীয় রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কুদস ঘাঁটি এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির বিবৃতিতে জানানো হয়:

  • দুই সপ্তাহ ধরে চলা অভিযানে ৫০+ মোসাদ এজেন্ট আটক

  • সংঘর্ষে ২ সন্ত্রাসী নিহত

  • আটককৃতরা সিয়নিস্ট শাসনের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার তেহরানের বোমা হামলাকবলিত এলাকা পরিদর্শন করেন। গত ১৩ জুন থেকে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।

ইরানি কর্মকর্তাদের দাবি, মার্কিন সমর্থনে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৯৩৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০২ জন নারী ও ৩৮ শিশু রয়েছে। প্রেসিডেন্ট ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্রক্রিয়া তদারকি করেন।

উল্লেখ্য, ইরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। ইরান দাবি করছে, তারা আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দিচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top