৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এনবিআর’র নতুন ব্যাগেজ রুল: প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও স্বর্ণ আনয়নে শুল্ক ছাড়

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ব্যাগেজ রুলস সংশোধন করেছে। বুধবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান বিধিমালাকে আরও যাত্রীবান্ধব করতে গত ২ জুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ জারি করা হয়, যা ২ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তীতে বিভিন্ন অংশীজন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামত বিবেচনায় নিয়ে প্রবাসীদের ব্যাগেজ সুবিধা বাড়ানোসহ কিছু সংশোধন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ যাত্রীরা এখন শুল্ক ছাড়ে বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। অন্যদিকে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ডধারী এবং কমপক্ষে ছয় মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা করমুক্তভাবে বছরে দুটি মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন।

স্বর্ণ ও রৌপ্য অলংকার নিয়ে আসার ক্ষেত্রেও শিথিলতা দেওয়া হয়েছে। এখন যাত্রীরা কোনো শুল্ক ছাড়াই বছরে এক বা একাধিক ভ্রমণে মোট ১০০ গ্রাম স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন। এছাড়া, বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন, তবে সেক্ষেত্রে প্রতি তোলায় ৫ হাজার টাকা হারে শুল্ক দিতে হবে।

এনবিআর আরও জানিয়েছে, সব যাত্রী এখন অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে শুল্ক ফাঁকি রোধে কাস্টমস এলাকা ত্যাগ করার আগেই ব্যাগেজ ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এসব পরিবর্তন ছাড়া ব্যাগেজ সংক্রান্ত অন্যান্য সুবিধা আগের মতোই বহাল থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top