৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাককানইবিতে বৃক্ষরোপন কর্মসূচি: মাসব্যাপী কার্যক্রমের শুভ উদ্বোধন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি :

জাককানইবি তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধনের মাধ্যমে প্রথম পর্যায় শুরু হয়েছে।

বুধবার (২ জুলাই ২০২৫) দুপুরে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে অবস্থিত পুকুর পাড়ে।যার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।কয়েকটি নারিকেল গাছের চারা রোপণ করে তিনি এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এছাড়াও নিম,জারুল, বকুল, কদম,নারিকেল, কৃষ্ণচূড়া,পাতাবাহার, বেল, জলপাই, রঙ্গন, বেলীসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপন করা হবে বলে জানা গেছে।আরও জানা যায়,বিশ্ববিদ্যালয়ে রোপনকৃত এই গাছের চারাগুলো বাংলাদেশ বন বিভাগ, ময়মনসিংহ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় স্বল্প মূল্যে ক্রয় করা হয়েছে। এছাড়াও নিম,জারুল, বকুল, কদম,নারিকেল, কৃষ্ণচূড়া,পাতাবাহার, বেল, জলপাই, রঙ্গন, বেলীসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপন করা হবে বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান খান, লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, গ্রীণ ক্যাম্পাসের সদস্যগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top