৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাতিসংঘের প্রতিবেদনে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় ৬০ আন্তর্জাতিক কোম্পানির সম্পৃক্ততার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজের নতুন প্রতিবেদনে উঠে এসেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও পশ্চিম তীরে চলমান সহিংসতায় ৬০টিরও বেশি আন্তর্জাতিক কোম্পানি জড়িত। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে গাজায় ইসরায়েলের অভিযানকে ‘গণহত্যামূলক’ আখ্যা দেওয়া হয়েছে এবং এর দীর্ঘায়িত হওয়ার পেছনে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অর্থনৈতিক স্বার্থকে দায়ী করা হয়েছে।

প্রতিবেদনটি প্রস্তুত করতে ২০০টিরও বেশি নথি ও তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যা বিভিন্ন সরকার, মানবাধিকার সংগঠন, কোম্পানি ও শিক্ষাবিদদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। এতে মার্কিন অস্ত্র প্রস্তুতকারক লকহিড মার্টিন, ইতালির লিওনার্দো, ভারী যন্ত্রপাতি সরবরাহকারী ক্যাটারপিলার ইনকর্পোরেটেড এবং এইচডি হুন্দাইয়ের নাম উল্লেখ করা হয়েছে, যাদের পণ্য ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস ও সামরিক অভিযানে ব্যবহার করছে।

প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোকেও ইসরায়েলকে সহায়তার অভিযোগে প্রতিবেদনে নাম করা হয়েছে। অ্যালফাবেট (গুগল), অ্যামাজন, মাইক্রোসফট, আইবিএম এবং প্যালান্টির টেকনোলজিসের মতো প্রতিষ্ঠানগুলো ক্লাউড কম্পিউটিং, এআই ও নজরদারি প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ইসরায়েলের দমন-পীড়নে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আলবানিজ এই কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে বলেছেন এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট নির্বাহীদের বিচারের দাবি জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বৃহস্পতিবার এই প্রতিবেদন উপস্থাপনের কথা থাকলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কাউন্সিল থেকে সরে গেছে, তাদের অভিযোগ সংস্থাটি ইসরায়েলবিরোধী পক্ষপাতদুষ্ট।

প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে আলবানিজকে বরখাস্ত ও প্রতিবেদন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনে ইসরায়েলের সহিংসতায় আন্তর্জাতিক কোম্পানিগুলোর ভূমিকা উন্মোচন করায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top