মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী যানবাহন থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি গাড়ি থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়, যার পরিমাণ প্রতিদিন কয়েক লক্ষ টাকা।
২ জুলাই উপজেলা নির্বাহী অফিসার (UNO) অভিযান চালিয়ে দুইজন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেন।
এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী পাটগ্রাম থানা ঘেরাও করে , থানা চত্বরে ভাঙচুর চালায়,৪/৫ জন পুলিশ সদস্য আহত হন।এক পর্যায়ে তারা আটককৃত ব্যক্তিদের পুলিশের হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার হাতীবান্ধা থানায় অতিরিক্ত ফোর্স চাইলেও সেখানেও বিএনপি নেতাকর্মীরা থানাকে ঘিরে রাখে যেন কোন ফোর্স পাটগ্রামে না আসতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে ,বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়, সর্বশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি মোতায়েন করা হয়