৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নেতানিয়াহুর ছেলের ছদ্মনামে ব্রিটিশ ফ্ল্যাট কেনার খবর ফাঁস

নিজস্ব প্রতিনিধি:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহু ছদ্মনাম ব্যবহার করে যুক্তরাজ্যে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার অভিযোগ উঠেছে। মিডল ইস্ট মনিটর ও ইসরাইলি অর্থনৈতিক সংবাদপত্র কালকালিস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ সালের অক্টোবরে তিনি অক্সফোর্ডে ৫ লাখ ২ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ হাজার ডলার) মূল্যের এই ফ্ল্যাট ক্রয় করেন।

প্রতিবেদন অনুযায়ী, আভনার এই লেনদেন ইসরাইলের বৈদেশিক সম্পদ রিপোর্টিংয়ের ২০ লাখ শেকেল সীমার নিচে ছিল। তিনি সম্পূর্ণ নগদ অর্থে এই সম্পত্তি কিনেছেন বলে জানা গেছে, যার জন্য কোনো মর্টগেজের প্রয়োজন হয়নি।

নাম পরিবর্তন প্রসঙ্গে আভনার নেতানিয়াহু দাবি করেছেন, এটি সম্পূর্ণ আইনসম্মত ছিল এবং ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধিত হয়েছিল। তিনি বলেন, “আমি তখন নিরাপত্তা পাচ্ছিলাম না। আমার বাবা বিরোধীদলীয় নেতা ছিলেন এবং বিদেশে থাকাকালীন শিন বেতের (ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা) কাছ থেকে কোনো সুরক্ষা পাইনি।”

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, ইসরাইলি নেতৃত্বের পরিবার সদস্যদের আর্থিক লেনদেন ও সম্পদ গোপন করার সম্ভাব্য পদ্ধতি নিয়ে। আভনার ব্যাখ্যা সত্ত্বেও, একটি উচ্চপদস্থ রাজনৈতিক পরিবারের সদস্যের ছদ্মনামে বিদেশে সম্পত্তি কেনার এই ঘটনা তদন্তের দাবি জানাচ্ছে সমালোচকরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ডলারের বেশি বলে জানা গেছে। তার ছেলের এই লেনদেন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top