আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোন আলোচনায় জোর দিয়েছেন যে ইরানসহ মধ্যপ্রাচ্যের সকল সংকটের সমাধান কেবলমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই হতে হবে। বৃহস্পতিবার এক ঘণ্টাব্যাপী এই আলোচনায় ইউক্রেন যুদ্ধ এবং ইরান-ইসরাইল উত্তেজনা সহ বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, পুতিন ট্রাম্পকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে রাশিয়া সকল বিরোধ ও সংঘাতের সমাধান শান্তিপূর্ণ উপায়েই চায়। তবে ইউক্রেন বিষয়ে মস্কো তার লক্ষ্য থেকে সরে আসবে না বলেও জানানো হয়েছে। উশাকভের বরাতে জানা যায়, “আমাদের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন করবেই, তবে আলোচনা চালিয়ে যেতেও প্রস্তুত আমরা।”
এই উচ্চ পর্যায়ের আলোচনায় ইরান সংকট একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। পুতিনের এই অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা দেয় যে, মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানই একমাত্র গ্রহণযোগ্য পথ। বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনা রাশিয়া-মার্কিন সম্পর্কের গতিপ্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে যখন বিশ্বজুড়ে বিভিন্ন সংকট তীব্র হচ্ছে।
উল্লেখ্য, দুই নেতার মধ্যে শেষবার সরাসরি বৈঠক হয়েছিল ২০২১ সালে জেনেভায়। এবারের টেলিফোন আলোচনাকে আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে।