৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই স্মরণে সিকৃবির প্রধান ফটকের নামকরণ হলো ‘জুলাই ৩৬ গেইট’

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি:

২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’কে স্মরণে রেখে ১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান ফটকের নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ গেইট’।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় সিকৃবির প্রধান ফটকে অনুষ্ঠিত এক আবেগঘন পরিবেশে সকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ‘জুলাই ৩৬ গেইট’-এর নামফলক উন্মোচন করেন।

এ সময় সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী,ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার সহ বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধান সহ শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন,”নবনির্মিত ‘জুলাই ৩৬ গেইট’ এটি আত্মত্যাগ ও একটি স্বপ্নের প্রতীক,যে স্বপ্নে ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। এই গেইটটির নাম ‘জুলাই ৩৬’ রাখা হয়েছে চব্বিশের জুলাইয়ের শহিদ ও আহত বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়ে। নামটির প্রতিটি অংশে নিহিত আছে স্মৃতি ও প্রতিজ্ঞা ।

তিনি আরো বলেন, ৩৬ জুলাই কেবল অতীতের একটি দিন নয়, এটি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা, যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়বিচারের জয়কে চিরস্মরণীয় করে রাখবে।”

অনুষ্ঠান শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠনের সমাপ্তি ঘটে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top