মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি:
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বরগুনার টিনের ঘর ও রাজউকের একটি ফ্ল্যাট এবং আরো ৩৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য ৯৩ লাখ ৮৩ হাজার টাকা দেখানো হলেও প্রকৃত মূল্য দুই কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা। একইসঙ্গে তার ১৬টি ব্যাংক হিসাবের পাঁচ কোটি ৩৪ লাখ ১৭ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি একটি সঞ্চয়পত্র, দুটি এফডিআর ও দুটি গাড়ি অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
৩ জুলাই বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুদকের উপ সহকারী পরিচালক খাইরুল হাসান এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৪২ লাখ বিশ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রাখেন।
তিনি নিজ নামের মোট ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেন। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়। তদন্তকালে জানা গেছে, আসামি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার অর্জিত স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে সম্পদসমূহ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এর আগে গত ৬ মে তার স্ত্রী মাধবী দেবনাথের গুলশানের এবং বাড্ডার দুইটি ফ্ল্যাট জব্দ এবং সাতটি ব্যাংক হিসাবে থাকা ৫১ লাখ ৭০ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গত ২১ মে আরেকটি আবেদনের পর স্ত্রী মাধবী দেবনাথের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে মোট ৭১ লাখ ৩৯ লাখ ৯৩৩ টাকা রয়েছে।