৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে মৃত্যুর এক বছর পর দেশে ফিরল প্রবাসী রুবেলের মরদেহ

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ অবশেষে দেশে ফিরেছে একটি কফিনে বন্দী হয়ে। দীর্ঘ এক বছর আগে সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

২০২৪ সালে পরিবারের অভাব দূর করতে এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণের আশায় সৌদি আরবে পাড়ি জমান রুবেল। কিন্তু সেখানে প্রবাস জীবন হয়ে ওঠে বিভীষিকাময়। ক্ষুধার্ত অবস্থায় মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তার ওপর নির্মম নির্যাতন। মারধরের ফলে গুরুতর আহত রুবেল চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই ২০২৪, মদিনার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর পর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া ও লাশ ফেরত আনার লড়াই। অবশেষে এক বছর পর সেই লড়াইয়ের অবসান ঘটে। ৫ জুলাই ২০২৫ বিকেলে তার মরদেহ ফটিকছড়ির গ্রামের বাড়িতে পৌঁছাবে এবং রাতেই স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. সোহেল বলেন, রুবেল অত্যন্ত নম্র, ভদ্র ও পরিশ্রমী যুবক ছিলেন। পরিবারের প্রতি তার দায়িত্ববোধ ছিল অসীম। জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে। এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, মোহাম্মদ রুবেল ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার ফুল মিয়ার ছেলে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top