জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। জনাব মনিবুর রহমান, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ এর দিকনির্দেশনায় এসআই/মোঃইউছুব আলী,এসআই/আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায়(সিআর) নারী ও শিশু মোকাদ্দমা নং-২৬১/২০১৯ ও দায়রা-৩২৬১/২৩,শ্রীপুর-১৪(৬)২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী-১। মালা আক্তার, স্বামী-আয়নাল হক, সাং-চান্দালিপাড়া, ২।মোঃ টিটু,পিতা-মোঃ আব্দুল গণি মোঃকাছা মিয়া,সাং- টেপিরকোনা,থানা- মধ্যনগর জেলা-সুনামগঞ্জদ্বয়কে অদ্য- ০৫/০৭/২০২৫খ্রি: তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকায় মধ্যনগর থানাধীন ০৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার হইতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিবুর রহমান বলেন, গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ পার পাবে না। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করছি।