৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নান্দাইলে চুরি, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার উদ্যোগে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” – এই স্লোগানকে সামনে রেখে রোববার ( ৬ জুলাই) উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের বনাঢী গ্রামে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।

সাবেক ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই সাইদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার।

বক্তব্যে তিনি বলেন, এই সমাবেশের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব কমানো এবং একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়া সম্ভব । উপস্থিত জনসাধারণকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বক্তব্যে বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ করে যাচ্ছেন। এই উদ্যোগ নান্দাইল এলাকায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা-প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, গাংগাইল ইউনিয়ন জামায়াতের আমীর আবুল খায়ের, ইউপি সদস্য রাজ্জাক, মিজানুর রহমান, মাওলানা ইসলাম উদ্দীন, সাইদুর রহমান,আব্দুস সালাম মাস্টার,নজরুল ইসলাম খান,মাহমুদল হাসান মানিক,অলিউল্লাহ্, নিজাম উদ্দীন ভূইয়া, এইচ এম জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম ভূঁইয়া লিটন প্রমুখ।

এসময় বিট পুলিশিং কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top