নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুই সহপাঠী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী কেএম সাদমান রহমান (২২) ঢাকার মিরপুরের কেএম আনিসুর রহমানের সন্তান। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন বগুড়ার আসিফ আহমেদ (২২) ও অরিত্র (২২)। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমনাথ বসু জানান, চার বন্ধু মিলে সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিলেন। তিনজন একসঙ্গে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যান। সাদমানের লাশ উদ্ধার করা গেলেও বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল খোঁজাখুঁজি চালাচ্ছে।