৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাকৃবিতে চাকরি আবেদনের ডিজিটালাইজেশন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব পদে চাকরির আবেদন সম্পন্ন হবে। এতে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

সোমবার (৭ জুলাই, ২০২৫) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে এই অনলাইন ভিত্তিক আবেদন প্রক্রিয়ার (Integrated E-Form system) উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। আমি বিশ্বাস করি, এই ডিজিটাল সিস্টেম আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছতার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।” তিনি এই প্রারম্ভিক উদ্যোগ গ্রহণ এবং অল্প সময়ের মধ্যে সিস্টেমটি প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে আইসিটি সেলের পরিচালক ও তার সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অ্যাডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বক্তব্য শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে অনলাইন চাকরির আবেদন প্রক্রিয়ার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top