২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আবরার ফাহাদের কবরে এনসিপি নেতাদের শ্রদ্ধা, ‘ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের মাইলফলক’ বলে অভিহিত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা মঙ্গলবার কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় আবরারকে “ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের মাইলফলক” আখ্যায়িত করে বলেন, “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এনেছিল।”

দলীয় নেতারা দুপুর ১টায় রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে পৌঁছে আবরারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তারা আবরারের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুনের সাথে সাক্ষাৎ করেন। নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “জনতার অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে আমাদের জুলাই পদযাত্রা চলমান আছে। আবরারের আত্মত্যাগ আমাদের এই সংগ্রামে প্রেরণা যোগায়।”

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত হন আবরার। ফেসবুতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে সমালোচনামূলক পোস্টের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। দলটি দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে, যার অংশ হিসেবে তারা পূর্বে পাবনায় পথসভা ও কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আবরারের ছোট ভাই ফাইয়াজ বর্তমানে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top