৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি:

“রান ফর বাংলাদেশ,রান ফর হেল্থ”এই বার্তা সামনে রেখে আগামী ৩ অক্টোবর নরসিংদীর রায়পুরায় বহু প্রতীক্ষিত দেশের বড় দৌড় উৎসব ‘রায়পুরা ম্যারাথন ২০২৫’ প্রস্তুতি শুরু করেছে আয়োজক কমিটি। চলছে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৩ অক্টোবর রায়পুরা ম্যারাথন প্রতিযোগিতা সম্পূর্ণ করতে ২ জুন থেকে অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। যা আগামী ১৫ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। অংশগ্রহণের লক্ষ্যমাত্রা ৭ শতাধিক হলেও ইতিমধ্যেই ৫ শতাধিক দৌড়বিদ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪২, ২১, ১০ ও ৫ কিলোমিটার—মোট চারটি ক্যাটাগরিতে দেশ-বিদেশের অভিজ্ঞ ও নতুন রেজিস্ট্রেশন করা দৌড়বিদরা দৌড়ে অংশ নেবেন। রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের রায়পুরা থেকে হাসনাবাদ পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোমুগ্ধকর গ্রামীণ পথে হবে ম্যারাথনের মূল দৌড়। দূর-দূরান্ত থেকে আসা দৌড়বিদদের পদচারণায় মুখরিত হবে এই জনপদ।

আয়োজক কমিটির সদস্য সাদেক হোসেন খোকা বলেন,“গত বছর ৭ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে সফলভাবে ম্যারাথন আয়োজন করতে পেরেছি। এবারও আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, গ্রামপুলিশ ও সেচ্ছাসেবীরা যেভাবে পাশে ছিলেন, এবারও তাঁদের সহযোগিতা নিয়ে আরও সুন্দর একটি আয়োজন করতে চাই। ”

আয়োজক কমিটির আরেক সদস্য, রায়পুরা রানার্সের ফাউন্ডার ও অভিজ্ঞ ম্যারাথন ফিনিশার সবুজ সিকদার বলেন,“তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও গতিশীল জীবনধারায় উৎসাহিত করতেই আমরা এই ম্যারাথনের আয়োজন করে যাচ্ছি। আগের বছরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে আয়োজন করতে আমরা প্রস্তুতি শুরু করেছি।”

তিনি আরও বলেন, এই আয়োজন শুধু ক্রীড়া ইভেন্ট নয়, বরং রায়পুরা তথা নরসিংদীকে নতুনভাবে পরিচিত করার একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য সচেতনতা, তরুণদের উদ্বুদ্ধকরণ ও গ্রামীণ পর্যটনের সম্ভাবনা জাগিয়ে তোলাই মূল লক্ষ্য।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, রায়পুরাকে বিশ্বের দরবারে ইতিবাচক ভাবে পরিচিত করতে এ আয়োজন। ইতিমধ্যে আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। জেলা উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top