মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ক প্রকাশিত গেজেট বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবিরা।
বুধবার (০৯ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের মূল ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক (২) সঞ্চালনায় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. স্বপন কুমার সোম, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মোঃ কামরুল আলম, রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাড. মোঃ নুরুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এক স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। আরেক স্বৈরাচার দায়িত্ব নিয়ে স্বৈরাচারী আচরণ শুরু করেছে। উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম শুরু হলে সাধারণ মানুষ আরও বেশি ভোগান্তির শিকার হবে। আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ক গত ১ জুলাইয়ের প্রকাশিত গেজেট বাতিল করতে হবে। বাতিল না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। প্রয়োজনে ইউনুস সরকার হঠাতে আইনজীবিরা মাঠে নেমে উৎখাত শুরু করবে। তাকে আইন সংশোধনের দায়িত্ব দেওয়া হয়নি। সুন্দর ও সুষ্টু ভাবে দেশ পরিচালনার পাশাপাশি নির্বাচনের মাধ্যমে দ্রুত ক্ষমতা হস্তান্তর করবেন। আইন সংশোধন করবে নির্বাচিত প্রতিনিধিরা। এ কারণে দ্রুত গেজেট বাতিলের জন্য হুশিয়ারী প্রদান করেন।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        