১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পুতিন ও সি চিন পিংকে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প: ফাঁস হওয়া অডিওতে চাঞ্চল্যকর দাবি

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মস্কোয় এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে বেইজিংয়ে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দাতাদের সামনে করা এই চাঞ্চল্যকর মন্তব্যের অডিও সম্প্রতি সিএনএনের হাতে এসেছে।

ফাঁস হওয়া অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমি পুতিনকে বলেছিলাম, ইউক্রেনে হামলা বন্ধ না করলে মস্কোয় বোমা ফেলব। তিনি আমাকে বিশ্বাস করেননি, তবে অন্তত ১০% বিশ্বাস করেছিলেন।” একইভাবে সি চিন পিংকে তাইওয়ানে হামলার ক্ষেত্রে বেইজিংয়ে মার্কিন বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন বলে দাবি করেন ট্রাম্প।

নিউইয়র্ক ও ফ্লোরিডায় গত বছর অনুষ্ঠিত এই তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বিদেশি শিক্ষার্থীদের বিষয়েও বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “আমাকে জয়ী করলে এসব আন্দোলনকারীকে ২৫-৩০ বছর পিছনে ঠেলে দেব। তাদের দেশ থেকে বের করে দিলেই সব ঠান্ডা হয়ে যাবে।”

ট্রাম্প দাবি করেন, তিনি যদি ক্ষমতায় থাকতেন তবে ইউক্রেন ও গাজা যুদ্ধ ঠেকাতে পারতেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, ফাঁস হওয়া এই অডিও ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে বিভেদ সৃষ্টির কৌশলকেই উন্মোচন করেছে।

এছাড়া তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প রিপাবলিকানদের আর্থিক পিছিয়ে পড়ার বিষয়ে অভিযোগ তোলেন এবং ইহুদি ভোটারদের রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে আহ্বান জানান। নতুন বই ‘২০২৪’-এ এই অডিওসহ ট্রাম্পের আরও অনেক বিতর্কিত মন্তব্যের বিবরণ থাকবে বলে জানিয়েছে সিএনএন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top