১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইবিতে নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নীলফামারী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং রুমে সকাল ১০ টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আল কাফি এবং ফোকলোর স্টাডিজ বিভাগের জিন্নাত মালিয়াত সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সমিতির সভাপতি আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট। এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজ রহমান ভুঁইয়া বলেন, “নীলফামারী জেলা  সমিতির মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ সাধন ও সহযোগিতা নিশ্চিত করা।  আমরা চেয়েছি শিক্ষার্থীদের মানসিক, সামাজিক ও একাডেমিক বিকাশের পাশাপাশি তাদের যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে। এই লক্ষ্যে বিগত সময়গুলোতে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি, তা আপনাদের সকলের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। নীলফামারী জেলা সমিতি শিক্ষার্থীদের পাশে ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে এই বিশ্বাস আপনারা রাখবেন। আমাদের সম্মানিত শিক্ষক ও নীলফামারী জেলা সমিতির সকল সদস্যের  প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাহায্য ও সহযোগিতায় নীলফামারী জেলা সমিতি অনেক দূর এগিয়ে যাবে।”

সভাপতি ড. শেখ এ. বি. এম জাকির হোসেন বলেন, স্বাধীনতা পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয়ে নবীনদের স্বাগতম। এতগুলো মানুষকে একসাথে দেখে আমি পুলকিত। আজকের দিনটি আমাদের মিল বন্ধনের দিন। ভবিষ্যতে এমন প্রোগ্রাম বারবার আয়োজন করা হোক এবং সকলের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি বজায় থাকুক।

পরবর্তীতে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top