৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্প্রসারণ মাঠ সফরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের আয়োজনে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য সম্প্রসারণ মাঠ সফর উপলক্ষে ‘ওরিয়েন্টেশন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৩টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ওই অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছা. জান্নাতুন নাহার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেকচারার মো. আসিফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। আরও বক্তব্য রাখেন ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল হায়দার এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার সম্প্রসারণ মাঠ সফরের গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ছয় দিনের এই মাঠ সফরের প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। সময়ানুবর্তিতা ও শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সফরের ওই বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে কার্যকর অবদান রাখবে।

উল্লেখ্য, ছয় দিনব্যাপী এই সম্প্রসারণ মাঠ সফর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে। সফরে ৭ জন শিক্ষক এবং ১১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top