১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
রাজধানীতে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকর্মী কর্তৃক মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমরা ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার বিচার বিচার চাই, চাঁদাবাজের বিচার চাই’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো-মোর’ ইত্যাদি স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলার একজন নাগরিককে চাঁদা দেয় নাই সেই অজুহাতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। কারা করেছে সেটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। তারা মানুষকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, লাশের উপর দাঁড়িয়ে নিত্য করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, চব্বিশ উত্তর বাংলাদেশে যারা চাঁদাবাজি কায়েম করতে চাইবে তাদের জাতি কখনো মেনে নেবে না। যারা একের পর এক ধর্ষণ, চাঁদাবাজি করে যাচ্ছে তাদেরকে বলতে চাই, আমরা এই বাংলাদেশ দেখার জন্য আন্দোলন করি নাই। আবু সাইদরা এই বাংলাদেশ করার জন্য রক্ত দেয় নাই।

সরকারকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা বলেন, ইন্টেরিম গভর্নমেন্ট, আপনারা আপনাদের মেরুদন্ড সোজা করুন। আপনাদের বিপ্লবী জনতা ক্ষমতায় বসিয়েছে। মানুষ মারা যাবে কিন্তু আপনারা তার বিচার করতে পারবেন না, জনগণ তাহলে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দেবে। সুতরাং অপরাধী যেই দলেরই হোক তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top