১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাঘাটায় আওয়ামী লীগকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিএনপি’র কাউন্সিল স্থগিত ও নির্বাচন কমিশন বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন ,মানববন্ধব ও বিক্ষোভ সমাবেশ

সোহাগ খন্দকার গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৩নং সাঘাটা ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল স্থগিত ও নির্বাচন কমিশন বিলুপ্তির দাবিতে সাঘাটা বাজার পল্টন মোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের করা হয়েছে।

রোববার ১৩ (জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয় ।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সাঘাটা থানার সামনে সাঘাটা প্রেস ক্লাবে লিখিত অভিযোগে বক্তরা বলেন, আগামী ১৪.০৭.২৫ ইং তারিখে ৩নং সাঘাট ইউনিয়ন বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশন সম্পূর্ন পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে ।

৩নং সাঘাটা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গুলো ২০২২ সাল বিএনপির চরম দুর্দিন তৎকালীন আওয়ামিলীগ সরকারের সময় করা। হঠাত কাউন্সিলের কয়েক দিন আগে নির্বাচন কমিশন ওয়ার্ড কমিটি সংস্কারের নামে ২০২২ সালের ওয়ার্ড কমিটির সদস্যদের কে বাদ দিয়ে আওয়ামিলীগ কে ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করেন উপজেলার বর্তমান বিএনপির দায়িত্বশীলরা । তারই ধারাবাহিকতায় স্থানীয় রেজাউল করিম রনিকে কমিটিতে স্থান দেয়ার চেষ্টা করেন ।

এই রেজাউল করিম রনি অনেক আগে ছাত্রদল করলেও ২০১৪ সালে ছাত্রদল থেকে পদত্যাগ করে আওয়ামিলীগে যোগদান করে সক্রিয়ভাবে আওয়ামিলীগের রাজনীতি করে আসছেন। নির্বাচন কমিশন ও উপজেলা বিএনপির নেতারা গত ৮ জুলাই সাঘাটা ইউনিয়নের ত্যাগী নেতাদের বাধার মুখেও রেজাউল করিম রনি কে ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করেন।

কাউন্সিলে কে কে প্রার্থী হতে পারবে না সেই বিষয়ে গত ১১ জুলাই সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক ও ১নং যুগ্ম আহবায়কের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন কে নির্দেশ প্রদান করেন যে, ফ্যাসিষ্ট আওয়ামিলীগ সরকারের সময় বিএনপির চরম দুর্দিনে যারা বিএনপির সহিত সম্পর্ক রাখে নাই, এরিয়ে চলেছে, মিছিল মিটিংয়ে যায় নাই। আওয়ামী লীগের লোকজনের সাথে চলাফেরা তাদের সহিত কর্মকান্ড, সহযোগিতা করেছেন এমন ছবি, ভিডিও ফুটেজ থাকলে সেই ব্যক্তি কাউন্সিলে প্রার্থী হতে পারবে না।

সাঘাটা উপজেলা বিএনপির এমন পরিস্কার নির্দেশনা থাকা সত্ত্বেও গত ১১ জুলাই ৩নং সাঘাটা ইউনিয়ন বিএনপির কাউন্সিলে মনোনয়ন ফরম বিক্রি চলাকালে আওয়ামিলীগের রেজাউল করিম রনি সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনতে চাইলে এই নির্বাচন কমিশন সব জেনে শুনে রেজাউল করিম রনির নিকট মনোনয়ন ফরম বিক্রি করেন।

গত ১২ জুলাই প্রার্থীতা যাচাই বাছাই চলাকালীন সময় রেজাউল করিম রনির প্রার্থীতা বাতিল চেয়ে একটি আবেদন পত্র, উপজেলা বিএনপির নির্দেশিত চিঠি টি ও রেজাউল করিম রনি সাঘাটা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের সাথে অনেক গুলো দলীয় প্রোগ্রামের অনেক গুলো ছবি নির্বাচন কমিশনে জমা দেয় স্থাণীয় বিএনটির নেতাকর্মীরা ।

রেজাউল করিম রনির মনোনয়ন ফরম বাতিলের উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে, সাঘাটা উপজেলা বিএনপির নির্দেশ অমান্য করে এই নির্বাচন কমিশন রেজাউল করিম রনির মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করেন। বক্তরা এই নির্বাচন বাতিল ও কমিশন সংস্কারের দাবী জানান ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, সাঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়কইদ্রিস আলী ঠান্ডু সদস্য সচিব আতিকুর রহমান আতিক , সাঘাটা ছাত্র দলেরসাংগঠনিক সম্পাদক বরিউল আউয়াল সুজন প্রমুখ ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top