১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আলেকজান্ডার ইউনিয়নে পরিষদের চাউল চুরি: এলাকায় বাসীর হাতেনাতে ধরা

মোঃ রাকিব হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি :
আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের পরিষদ কর্মসূচির অধীনে বরাদ্দকৃত চাউল গোপনে বাইরে বিক্রির সময় এক দফাদারকে হাতেনাতে ধরে ফেলেছে ক্ষুব্ধ জনগণ। ঘটনাটি ঘটে আজ দুপুরে স্থানীয় বাজারসংলগ্ন একটি গোপন গুদামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি সহায়তা হিসেবে বরাদ্দকৃত চাউল জনগণের মধ্যে বিতরণ না করে, তা চুপিচুপি বাইরে বিক্রির উদ্দেশ্যে সরানো হচ্ছিল। এই সময় সন্দেহ হলে স্থানীয়রা এলাকায় বাসী অনুসরণ করে এবং তাকে হাতেনাতে ধরে ফেলে।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরও কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; এর আগেও একাধিকবার এমন অনিয়ম হয়েছে।

স্থানীয়দের দাবি – একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top