১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জবি শিক্ষকের ওপর হামলা, ধস্তাধস্তি বললো জবি শিক্ষক সমিতি

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষক ও ৩ ছাত্রনেতার ওপর ছাত্রদল কর্তৃক হামলার ঘটনাকে ধস্তাধস্তি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

বিবৃতি বলা হয়, গত ১০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থীকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ব্যাপারে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে। একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) এক নেতাকে কেন্দ্র করে সৃষ্ট এই উত্তেজনাকর পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শৃঙ্খলার পরিবেশকে বিঘ্নিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর জনাব মো. শফিকুর ইসলামের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা নিন্দনীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদার পরিপন্থী বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের নিরাপত্তা, সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় শিক্ষক সমিতি সর্বদা সচেষ্ট এবং আপসহীন অবস্থানে রয়েছে।

ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির আজ সকাল ৯ টায় অনুষ্ঠিত সভায় উক্ত ঘটনার বিস্তারিত পর্যালোচনা শেষে শিক্ষক সমিতি ঘটনার সূত্রপাতের কারণ অনুসন্ধান ও তৎপরবর্তীতে সংঘটিত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরালো আবেদন জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং জ্ঞানচর্চা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলেও দাবি করা হয় বিবৃতিতে।

এদিকে শিক্ষক শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সকাল থেকে উত্তার হয়ে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. কে এ এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদেরকে গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতকর্মীরা। একই সাথে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের উপরও হামলা ও মারধর শুরু করে তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top