নিজস্ব প্রতিনিধি:
ঢাকার আদালতে অন্যের স্ত্রীকে অবৈধভাবে বিয়ের অভিযোগে মামলার আসামি ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী সোমবার (১৪ জুলাই) নিজেদের নির্দোষ দাবি করেছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে উপস্থিত হয়ে তারা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
আদালতে বাদী রাকিব হাসান উপস্থিত থাকাকালে বিচারক অভিযোগপত্র ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনানোর পর নাসির ও তামিমাকে তাদের অবস্থান জানতে চান। উভয়ে নিজেদের নির্দোষ দাবি করলে আদালত তাদের সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ দেন। আসামিপক্ষের আইনজীবী জানান, আগামী ১১ আগস্টের শুনানিতে তারা লিখিত ব্যাখ্যা ও সাক্ষ্য উপস্থাপন করবেন।
মামলার ইতিহাস থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এ মামলা দায়ের করেন। পিবিআইর তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ২০২২ সালের ২৪ জানুয়ারি বিচার শুরু হয়। তবে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে রিভিশন আবেদন খারিজ করে হাইকোর্ট এ সিদ্ধান্ত বহাল রাখেন।
গত ১৬ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন আসামিপক্ষের সাফাই সাক্ষ্য শুনানির পরই মামলার চূড়ান্ত রায় দেওয়ার পথে এগোবে বিচার প্রক্রিয়া। আইনি বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক আইনের জটিল এই মামলার রায় সামাজিক প্রভাব ফেলতে পারে।