১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই-আগস্ট শহীদদের জাতীয় বীর ঘোষণার দাবিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিনিধি:

হাইকোর্ট জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের জাতীয় বীর ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন। সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলে শহীদদের একটি নির্ভরযোগ্য তালিকা তৈরি করে সরকারি গেজেটে প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণও জানতে চাওয়া হয়েছে।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ রিট পিটিশনের পক্ষে শুনানি করেন, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। আদালত মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে শহীদদের জাতীয় স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। হাইকোর্টের এ রুল সেই দাবিকে নতুন করে জোরালো করল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top