১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটিতে , ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে হত্যাকাণ্ড সমূহের প্রতিবাদে মানববন্ধন

জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:
ইউনির্ভাসিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ পবিপ্রবির উদ্যোগে ১৪ জুলাই দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাম্প্রতিক হত্যাকাণ্ডসমূহের পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করা ও দেশকে অস্থিতিশীল করার ঘৃন্য মানসে অপশক্তির অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রমের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভিসি ড. এস.এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম সাইফুল ইসলাম, জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট) সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক, সাধারন সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার, ছাত্রদল সভাপতি, জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জনি, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের মোঃ মাহাবুব হোসেন প্রমুখ।

প্রো-ভাইস চ্যান্সেলর ও ইউট্যাব সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল। একটি চক্র এ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি সকল অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের আহ্ববান জানান এবং অবিলম্বে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবী জানান।

সভাপতির বক্তব্যে ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় প্রকৃত ঘটনাকে আড়াল করে একটি গুপ্ত সংগঠন জুলাই বিপ্লবের কুশীলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। পুলিশি তদন্তে হত্যাকাণ্ডটি ব্যবসায়িক দ্বন্দ্বে সংঘটিত হলেও উক্ত সংগঠনটি চাঁদাবাজির কল্পকাহিনী তৈরি করে দলীয় বিভেদ সৃষ্টির মাধ্যমে প্রকৃত খুনিদের আড়াল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উক্ত সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা অব্যাহত রাখছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top