মোঃ নুর আলম পাপ্পু, খোকসা, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসা থানায় এক রাতেই পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ জুন ২০২৫ (বৃহস্পতিবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। খোকসা থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একাধিক টিম ভাগ হয়ে অভিযান চালায় এবং পাঁচজন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে।
এরা হলো – জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রঘুনাথপুর এলাকার ওসমান প্রামানিকের ছেলে মোঃ হাসান প্রামানিক, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকসা কমলাপুর উত্তরপাড়া এলাকার আঃ সালামের স্ত্রী হীরা খাতুন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকসা মানিকাট এলাকার অসীত চন্দ্র শর্মার স্ত্রী দীপালি শর্মা, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি খোকসা পাতেলডাঙ্গী এলাকার মোজাম্মেল হকের ছেলে মোঃ ফাজকুরুনী, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শোমসপুর এলাকার জনাব আলীর ছেলে মোঃ মিরাজ আলী।
সবাইকে এক রাতেই নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি।