ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতা ২০২৫-এ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) ঢাকা জেলায় প্রথম স্থান অধিকার করেছে। তাদের প্রস্তাবিত আইডিয়া ‘জুলাই অভ্যুত্থান বিতর্ক উৎসব-২০২৫’ এর জন্য তারা ১০ লক্ষ টাকা পুরস্কার লাভ করে, যা আইডিয়া বাস্তবায়নে খরচ হবে। এই উপলক্ষে তারা আজ ১৪ জুলাই ২০২৫, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
জেএনইউডিএস-এর পক্ষে মাঈন আল মুবাশ্বির, মো. মেহেদী হাসান ও সাদিয়া আফরোজ মীম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ী দল পুরস্কারের সমুদয় অর্থ একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে উৎসর্গ করেছেন। পুরস্কারের অর্থ দিয়ে প্রস্তাবিত বিতর্ক উৎসবের মাধ্যমে আইডিয়াটি বাস্তবায়ন করা হবে।