১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘তপন বিহারী নাগ ট্রাস্ট’ থেকে ইবির আইন বিভাগে ১০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির তহবিল

মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি:

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’ এর আওতায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগ এককালীন ১০ লাখ টাকা অনুদান পেয়েছে।

সোমবার (১৪ জুলাই) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপপরিচালক মো. রাজিবুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়,’বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি অফিস-কক্ষে ট্রাস্টের শিক্ষা সহায়ক চুক্তিনামা ও চেক গ্রহন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। চেক গ্রহন শেষে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।’

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন, আইন বিভাগের প্রফেসর ড. নূরুন নাহার এবং প্রফেসর ড. রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন জানান, “কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তপন বিহারী নাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তপন বিহারী নাগ ট্রাস্টি গঠন করেন। ইতোমধ্যে নোয়াখালী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’-এর শিক্ষা সহায়ক চুক্তি হয়েছে। এই ট্রাস্টের প্রেরিত অনুদানের ১০ লক্ষ টাকা তফশিলি ব্যাংকে এফডিআর করে রাখতে হবে। এই এফডিআর থেকে প্রাপ্ত মুনাফার শতকরা ৮০ ভাগ টাকা সম্মান শ্রেণিতে কমপক্ষে ৩.৫ পেয়ে কৃতকার্য আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি হিসাবে প্রদান করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top