নিজস্ব প্রতিনিধি:
আগামী বৃহস্পতিবার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডিত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ মঙ্গলবার (১৫ জুলাই) এ আদেশ দেন।
আদালতে বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ একদল আইনজীবী উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ আইনজীবী আদালতে হাজির হন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে সংঘটিত ভয়াবহ গ্রেনেড হামলার এ মামলায় গত বছরের এক রায়ে আসামিদের খালাস দেওয়া হয়েছিল, যা এখন আপিল বিভাগে চ্যালেঞ্জের মুখোমুখি।