নিজস্ব প্রতিনিধি:
সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা শামিন মাহফুজকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এ তথ্য নিশ্চিত করে।
এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, সাভার মডেল থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় মাহফুজকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারে টেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সংগঠনের সাথে আসামিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এর আগে একই মামলায় ফয়সাল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল।
এটিইউ সূত্রে জানা যায়, সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া মাহফুজকে সোমবার নারায়ণগঞ্জ থেকে র্যাব-১১ আবার গ্রেফতার করে। ২ জুলাই সাভার থেকে গ্রেফতারকৃত ফয়সালসহ মোট ছয়জনকে এই মামলায় আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আল ইমরান, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ এবং সানাফ হোসেন।
এটিইউ কর্মকর্তারা জানান, মাহফুজ সরাসরি এই মামলার এজাহারভুক্ত নন, তবে টিটিপি সংগঠনের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রিমান্ডকালে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সক্রিয় টিটিপি সংগঠনটি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে সমালোচিত। বাংলাদেশে জঙ্গি তৎপরতায় তাদের সম্পৃক্ততা নিয়ে নিরাপত্তা বাহিনীর সতর্কতা অব্যাহত রয়েছে।