নিজস্ব প্রতিনিধি:
সিআইডি সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক করেছে। বুধবার সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডির তদন্তে উঠে এসেছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল, অবৈধ কমিশন গ্রহণসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বর্তমানে দস্তগীর গাজী, তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং একাধিক ব্যক্তির বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত তদন্ত চালাচ্ছে।
গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে এবং সংসদ সদস্য হিসেবে থাকাকালীন এসব অনিয়মের সাথে জড়িত ছিলেন বলে সিআইডির দাবি। ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত মূল্যবান জমি, ফ্ল্যাট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান।
সিআইডি সূত্রে জানা গেছে, এই তদন্তের ধারাবাহিকতায় আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সম্পদ ক্রোকের এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে দুর্নীতিবিরোধী অভিযানের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        