১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ক্যাম্পাসের পুকুরে ভেসে উঠলো জুলাই যোদ্ধার লাশ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব হল) পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। যিনি গত বছরের জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখা গেলে পরে উদ্ধার করেন একদল শিক্ষার্থী।

নিহত ওই শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তবে তিনি সাঁতার কাটতে গিয়ে নাকি অন্যকোন কারণে মৃত্যুবরণ করছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ জানান, এখানে নিয়ে আসার পর তার পালস আমরা পাইনি৷ তবে আমাদের এখানে ডেথ ডিক্লেয়ারেশনের সুযোগ না থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, কয়েকজন ফোনে জানায় যে হলের পুকুরে একটি লাশ ভাসতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আমি নিজে অন্যান্য অফিসারদের নিয়ে এসে পুকুরের মাঝামাঝি জায়গায় লাশ ভাসতে দেখে সবার সহযোগিতা কিনারায় নিয়ে আসি। তাকে ওপরে তোলার পর তিনি বেঁচে আছে কিনা পরীক্ষা করার জন্য ইবি মেডিকেলে নিয়ে আসি। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিতভাবে সব বলা যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top