নিজস্ব প্রতিনিধি:
ভারত সরকার দাবি করেছে যে তারা বাংলাদেশি নাগরিকদের ‘উল্লেখযোগ্য সংখ্যক’ ভিসা প্রদান করছে। বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, “আমরা বাংলাদেশে ভিসা দিচ্ছি – চিকিৎসা, জরুরি প্রয়োজন এবং শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ভিসা প্রদান করা হচ্ছে।”
গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের সাধারণ ভিসা কার্যক্রম প্রায় বন্ধ থাকায় অনেক বাংলাদেশি নাগরিককে সমস্যায় পড়তে হয়েছে। তবে জয়সওয়াল স্পষ্ট করে বলেননি যে গত কয়েক মাসে ঠিক কত সংখ্যক ভিসা প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে জিজ্ঞাসিত হলে ভারতীয় মুখপাত্র সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, “আমরা আমাদের অঞ্চলের সব উন্নয়নকে সতর্কভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিই।”
উল্লেখ্য, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির অসুবিধা গত কয়েক মাসে একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ভারতীয় কর্মকর্তার এই বক্তব্যে ভিসা সংকট কিছুটা কমেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।