২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিএনপি বাইরে বলে সংস্কার মানি, মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায়: তাহের

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির রাজনৈতিক অবস্থানকে কঠোর ভাষায় চ্যালেঞ্জ করেছেন। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে তিনি বলেন, “বিএনপি জনসভা-সমাবেশে সংস্কারের কথা বলে, কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠকে বসলে তাদের ভিন্ন চিত্র দেখা যায়।”

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের জনগণের সংস্কার দাবির প্রতি ইঙ্গিত করে তাহের বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন জনগণ চায় না। জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল সংস্কারকে জাতীয় স্বার্থে জরুরি মনে করে। যারা সংস্কার বাধাগ্রস্ত করে, তাদের অবশ্যই গোপন এজেন্ডা আছে।”

জাতীয় ঐকমত্য কমিশনে জামায়াতের প্রতিনিধিত্বকারী তাহের নির্বাচনী ব্যবস্থায় আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, “পিআর পদ্ধতিতে টাকার বিনিময়ে ভোট কেনার সুযোগ নেই। যারা এই স্বচ্ছ পদ্ধতির বিরোধিতা করে, তারা আসলে গণতন্ত্রের শত্রু।”

বিএনপির সংসদীয় কৌশল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “আপনারা বলছেন সংসদে বসে সংস্কার করবেন? এটা কোন যুক্তি? নিশ্চয়ই ভাবছেন হয় নির্বাচনে জিতবেন, না হয় ক্ষমতা দখল করবেন। কিন্তু জনগণ আর ধোঁকা দিবে না।”

আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা দৃঢ়ভাবে জানান, “চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী প্রার্থীরাই জিতবে। সোহরাওয়ার্দীর এই বিশাল সমাবেশই প্রমাণ করে কে জনসমর্থন পাচ্ছে। বাংলাদেশপন্থি, সুশাসনকামী শক্তিই বিজয়ী হবে।”

জঙ্গিবাদ বিরোধী অবস্থান স্পষ্ট করে তাহের বলেন, “জামায়াত কখনোই জঙ্গিবাদ বা সন্ত্রাসকে সমর্থন করে না – তা ধর্মীয় হোক বা রাজনৈতিক। আমরা এর বিরুদ্ধে সর্বদা সংগ্রামরত থাকব।”

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন, যারা সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সরকারের ওপর চাপ বৃদ্ধির ঘোষণা দেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশে অংশ নেওয়া লাখো জনতার উপস্থিতি দলটির রাজনৈতিক শক্তির ইঙ্গিত দেয় বলে বিশ্লেষকরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top